BRAKING NEWS

নয়া প্রযুক্তির মাধ্যমে কয়েক মিনিটেই পাওয়া যাবে প্যান কার্ড

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে নতুন একটি প্রযুক্তি আনার চেষ্টা করছে যাতে কয়েক মিনিটের মধ্যেই প্যান কার্ড পেয়ে যান নাগরিকরা | সরকারি নির্দেশিকা অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের জন্য প্যান কার্ড অত্যন্ত জরুরি| ব্যাঙ্কের লেনদেন হোক বা নতুন জিনিস কিনতে সব জায়গায় এখন প্যান কার্ড প্রায় বাধ্যতামূলক হয়ে উঠছে|
সাধারণত প্যান কার্ডের আবেদন করার পর দুই থেকে তিন সপ্তাহ লেগে যায় প্যান কার্ড পেতে | তবে আর দিনের পর দিন প্যান কার্ডের জন্য অপেক্ষা করতে হবে না | সিবিডিটির তরফে জানানো হয়েছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হওয়ার পাঁচ ছয় মিনিটের মধ্যেই এবার থেকে প্যান নম্বর পেয়ে যাবেন আবেদনকারী |
তাছাড়া সহজে আর্থিক লেনদেন প্যান কার্ড ব্যবহার করে যাতে করা যায় তার জন্য এমন একটি অ্যাপ চালু হতে পারে| সেক্ষেত্রে একদিকে সময় যেমন বাঁচবে তেমনই গোটা বিষয়টাই রাখা থাকবে সুরক্ষার আধারে, এমনটাই মনে করছে কেন্দ্রীয় সরকার| পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর তৈরিতে সরকার যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবা হয়েছে, তাতে প্যান কার্ডের মধ্যেই সিম রাখা থাকবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *