BRAKING NEWS

‘মেরা বিচার’ সম্পর্কে কোনও মন্তব্য নয়, দেশে দুর্নীতির হোতা কং : কিরেন রিজিজু

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১২ ফেব্রুয়ারি, (হি.স.) : ‘মেরা বিচার’ শীর্ষক প্রয়াত কালিখো পুলের ৬০ পৃষ্ঠার পুস্তিকা সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। আজ রবিবার নাহরলগুন হেলিপ্যাডে অবতরণ করার পর তাঁকে ওই পুস্তিকা এবং কালিখোর আত্মহত্যা সম্পর্কে তাঁর বক্তব্য চেয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু এর কোনও জবাব না দিয়ে তিনি বলেন, যদিও ওই পুস্তিকায় বেশ কয়েকজন রাজনীতিকের নাম রয়েছে তবু দেশের উচ্চতম আদালত এবং তার কার্যপদ্ধতি সম্পর্কে এই পুস্তিকায় বহু কথা লেখা থাকায় এ ব্যাপারে তিনি কোনও মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়ে দেন রিজিজু। এ বিষয়ে দেশের কোনও মন্ত্রীর মন্তব্য করাও ঠিক হবে না বলে মনে করেন তিনি।
আজ নাহরলগুনে শোহম শপিং কমপ্লেক্সের দ্বারোদ্ঘাটন করে করে ফেরার পথে হেলিপ্যাডে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এই কথাগুলি বলেন কেন্দ্রীয় মন্ত্রী। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, দেশ ও রাজ্যে যতগুলি দুর্নীতির ঘটনা ঘটেছে তার সবগুলিই কংগ্রেস রাজত্বে সংঘটিত হয়েছে। রাজ্যের বর্তমান সরকার তথা কেন্দ্রের নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার দুর্নীতি ও ভ্রষ্টাচারের ঘোর বিরোধী। দেশ থেকে দুর্নীতি দূর করতে বর্তমান সরকার অক্লান্ত সংগ্রাম চালিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকেও দুর্নীতি থেকে শত যোজন দূরে থাকার পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান রিজিজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *