BRAKING NEWS

যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী পালিত

আগরতলা, ৮ মে : আজ যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী ত্রিপুরায় পালিত হচ্ছে। এদিন সকাল ছয়টায় মূল অনুষ্ঠানটি রবীন্দ্র কাননে উৎযাপিত হয়েছে। প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে, প্রতি বছরের মতে এবছরও ছন্দনীড়ের উদ্যোগে সকাল সাড়ে ছয়টায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে কবি প্রনাম অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। এছাড়া রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলা সাংস্কৃতিক বলয় পক্ষ থেকে উমাকান্ত স্কুলের সামনে থেকে এক প্রভাত ফেরী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। সারা দেশের সাথে রাজ্যে ও যথাযোগ্য মর্যাদায় কবিগুরু জন্মজয়ন্তী পালিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে রবীন্দ্র কাননে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *