BRAKING NEWS

এবার ইসলামাবাদে শরিফ সরকারের বিরুদ্ধে সরব পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা

Nawaz Sarifইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি (হি.স.):‌ কাশ্মীর দিবসে শরিফ সরকার এবং আইএসআই–এর বিরুদ্ধে সরব হল পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা।এই দিনটি বার্ষিক ‘‌কাশ্মীর সংহতি দিবস’‌ হিসেবে পালনের ডাক দিয়ে রবিবার রাজধানী ইসলামাবাদের রাস্তায় নামলেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরে সরকারের অত্যাচার নিয়ে লেখালেখি করে বহু ব্লগার, সাংবাদিক, মানবাধিকার কর্মী অপহৃত। অপহৃতদের ফেরানোর দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
পাক সরকারের দমন–পীড়ন নিয়ে বহুদিন ধরে ক্ষুব্ধ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা।তাঁদের অভিযোগ, পাক গুপ্তচর সংস্থা আইএসআই, প্রশাসন ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করছে পাক অধিকৃত কাশ্মীরে। নিরীহদের অত্যাচার করেছে। সাংবাদিকদের গতিবিধির ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে একই রকম পদক্ষেপ করেছে গিলগিট বালতিস্তানেও। এতদিন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা নিজেদের এলাকায় প্রতিবাদ জানিয়ে আসছিলেন । এবার বিক্ষোভকারীরা হাজির ক্ষমতার কেন্দ্রবিন্দু ইসলামাবাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *