BRAKING NEWS

বাজেটে কৃষক এবং যুবসমাজের জন্য কিছুই নেই, নিন্দা রাহুল গান্ধীর

rahul gandhiনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): বাজেটে কৃষক এবং যুবসমাজের জন্য কিছুই করা হয়নি| মোদী সরকারের `ঐতিহাসিক’ বাজেটের নিন্দা করে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| বুধবার সংসদে ২০১৭-১৮ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| সাধারণ বাজেটের সঙ্গেই এদিন ঘোষণা করা হয়েছে রেল বাজেট-ও| সংসদে বাজেট পেশ হওয়ার কিছুক্ষণ পরেই রাহুল গান্ধী বলেছেন, `আমরা তো সবাই ভেবেছিলাম এই বাজেটে আতসবাজি ফাটানো হবে| কিন্তু, এতে দেখছি একেবারেই সঁ্যাতসঁ্যাতে পটকা|’ বাজেটের নিন্দা করে রাহুল আরও বলেছেন, `এটা শায়রির বাজেট হয়েছে| এই বাজেটে কৃষক এবং যুবসমাজের জন্য কিছুই করা হয়নি|’

রাহুলের সুরেই সুর মিলিয়েছেন অপর কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি| তিনি বলেছেন, `এই সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সাধারণ জনগণের প্রচুর প্রত্যাশা ছিল| কিন্তু, এই বাজেট সকলের প্রত্যাশা পূরণ করতে পারেনি| রেল ছাড়া আর কোনও জায়গায় তেমন কর্মসংস্থানের সুযোগ দেখাতে পারেনি|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *