BRAKING NEWS

তেলেঙ্গানাকে কংগ্রেসের ‘এটিএম’-এ পরিণত করা ছাড়া কিছুই করেননি রেভন্থ : অমিত শাহ

ইয়াদাদ্রি ভুবনগিরি, ৯ মে (হি.স.): তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডিকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি আক্রমণ করেছেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-কেও। বৃহস্পতিবার তেলেঙ্গানার ভঙ্গির লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “তেলেঙ্গানায় উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বিআরএস ক্ষমতায় এসেছিল, কিন্তু যা করেছে তা শুধুই দুর্নীতি। আপনারা রেভন্থ রেড্ডিকে ৫ বছর দিয়েছেন এবং তিনি তেলেঙ্গানাকে কংগ্রেসের ‘এটিএম’-এ পরিণত করা ছাড়া কিছুই করেননি। তেলেঙ্গানায় আমাদের ১০-এর বেশি আসন দিয়ে আশীর্বাদ করুন এবং আমরা তেলেঙ্গানাকে ভারতের এক নম্বর রাজ্যে পরিণত করব।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “মোদী জি এই অঞ্চলের বস্ত্র শিল্পকে চাঙ্গা করার জন্য দারুণ প্রচেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী মোদীর বস্ত্রনীতি খুবই স্পষ্ট। মোদীর লক্ষ্য ‘খামার থেকে ফাইবার’, ‘ফাইবার থেকে কারখানা’, ‘ফ্যাক্টরি থেকে ফ্যাশন’ এবং ‘ফ্যাশন থেকে রফতানি’। তেলেঙ্গানার জনগণের কাছে আবেদন জানিয়ে অমিত শাহ বলেছেন, “তেলেঙ্গানার জনতা ২০১৯ সালে আমাদের ৪টি আসন দিয়ে আশীর্বাদ করেছে এবং এইবার, আমি নিশ্চিত যে আমরা তেলেঙ্গানায় ১০-এর বেশি আসন জিততে চলেছি। তেলেঙ্গানার এই ‘ডবল ডিজিটের স্কোর’ অবশ্যই মোদীজিকে ৪০০ পার করে দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *