BRAKING NEWS

একশো দিনের কাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র, ঘোষণা অর্থমন্ত্রীর

MGNREGA_Logo_smallনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): `ঐতিহাসিক’ বাজেটে একশো দিনের কাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার| একইসঙ্গে গ্রামীণ উন্নয়নেও একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র| বুধবার সংসদে ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বাজেট বক্তৃতায় একশো দিনের কাজে বরাদ্দ বাড়িয়ে ৪৮ হাজার কোটি করার প্রস্তাব দিয়েছেন জেটলি| প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেটে একশো দিনের কাছে বরাদ্দ ছিল ৩৮,৫০০ কোটি টাকা|

বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বরাদ্দ বাড়ানো হচ্ছে| দারিদ্রসীমার উপরে আনা হবে ১ কোটি পরিবারকে| দেড় লক্ষ হেলথ সাব স্টেশন গড়া হবে গ্রামীণ এলাকায়| ১ কোটি কাচা বাড়ি পাকা করা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *