পুরোহিত হত্যা, সাড়াশি অভিযানে বাংলাদেশে গ্রেপ্তার ৩৭ জঙ্গীসহ ৩,১৯২ জন

murderঢাকা, ১১ জুন৷৷ বাংলাদেশের পাবনায় পুরোহিত হত্যার ঘটনায় পুলিশ সাড়াশি অভিযান চালায়৷ শনিবার গ্রেপ্তার করা হয় ৩৭ জঙ্গীসহ ৩১৯২ জনকে৷
শুক্রবার ভোরে বাংলাদেশের পাবনা জেলায় পুরোহিতকে হত্যার দায় স্বীকার করল আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আইএসআইএস৷ জঙ্গী সংগঠনটির তরফে আরবি ভাষায় প্রচারিত এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, পাবনায় ঐ পুরোহিতকে খুন করেছে আইএসআইএস৷ বাংলাদেশে জঙ্গী সংগঠনটির এই নৃশংস গতিবিধি স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলছে ত্রিপুরা সহ সীমান্তবর্তী অন্য রাজ্যগুলিকেও৷
এদিকে, শুক্রবার রাত থেকেই জঙ্গী দমনে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে বাংলাদেশ সরকার৷ চবিবশ ঘন্টায় ৩৭ জঙ্গী সহ ৩ হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শনিবার বাংলাদেশ পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দেশব্যাপী সাড়াশি অভিযানে চবিবশ ঘন্টায় ৩৭জন জঙ্গী সহ ৩ হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ জঙ্গীদের মধ্যে ২৭ জন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য ও ৭ জন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের সদস্য৷ বাকি ৩ জন অন্যান্য সংগঠনের বলে জানানো হয়েছে৷ এদিকে, এই চবিবশ ঘন্টায় একটি সুটার গান, ৫০০ গ্রাম গান পাওডার, ১৫টি হাতবোমা, ২১টি জেহাদি পুস্তক, ১৫টি ডায়রী এবং ৭৫৭টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে৷
উল্লেখ্য, শুক্রবার পাবনায় অনুকূল ঠাকুরের আশ্রমের পুরোহিত নিত্যরঞ্জন পান্ডেকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে জঙ্গীরা৷ শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়ার পর তিনি খুন হন৷ শনিবার যে আশ্রমে নিত্যরঞ্জন থাকতেন সেখানে গিয়ে অন্য সন্ন্যাসীদের সাথে দেখা করেছেন রাজশাহীর ভারতীয় উপ দূতাবাসের সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র৷ এদিকে, বাংলাদেশে সম্প্রতি ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা উত্তরোত্তর বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *