কলকাতা, ২৬ মে৷৷ দ্বিতীয়বারের মতো শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জী৷ শুক্রবার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান৷ তাতে মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জীর পাশাপাশি অন্যান্য মন্ত্রীরাও শপথ নেবেন৷ এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিরাট আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ প্রত্যাশিতভাবেই ত্রিপুরার বিদ্রোহী কংগ্রেস নেতারা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন৷ একদিকে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা বামেদের পথ অনুসরণ করে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন৷ অন্যদিকে ত্রিপুরার বিদ্রোহী কংগ্রেস বিধায়করা তাদের অনুগতদের নিয়ে সদলবলে হাজির হবেন তৃণমূল সরকারের শপথ গ্রহণ সমারোহে৷ সুদীপ রায় বর্মন, আশীষ কুমার সাহা এবং প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরার এই তিন কংগ্রেস বিধায়ক আগামীকাল তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন৷ তবে, কিছুটা আশ্চর্য্যের হলেও বিদ্রোহীর তালিকায় থাকা দিবাচন্দ্র রাঙ্খল এবং বিশ্ববন্ধু সেনকে তৃণমূল কংগ্রেসের তরফে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করার আমন্ত্রণ জানানো হয়নি৷ সূত্রের খবর, শুধুমাত্র সুদীপ রায় বর্মন, আশীষ কুমার সাহা এবং প্রণজিৎ সিংহ রায়কেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে৷ পাশাপাশি যুব কংগ্রেসের বিদ্রোহীদের মধ্যে সুশান্ত চৌধুরী এবং ভিকি প্রসাদকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে৷ ওঁরা প্রায় সকলেই ইতিমধ্যে কলকাতা পৌঁছে গিয়েছেন৷ প্রণজিৎ সিংহ রায় আগামীকাল বেঙ্গালুরু থেকে সকালের বিমানে কলকাতায় আসবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে৷ এদিকে, ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ দত্ত এবং চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ সূত্রের খবর বৃহস্পতিবার বিকালে সুদীপ বর্মনরা সুরজিৎ দত্ত ও রতন চক্রবর্তীর সাথে গোপন বৈঠক করেছেন৷
উল্লেখ্য, আগামীকাল ২৭ মে রেড রোডে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেড রোডের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ ঢেলে সাজাতে চলেছে প্রশাসন৷ জানা গিয়েছে, ওই দিনের অনুষ্ঠানে নিরাপত্তায় থাকছে ড্রোন, আটটি সিসিটিভ ক্যামেরা, তিনটি কুইক রেসপন্স টিম সহ দমকলের ব্যবস্থাও নামানো হচ্ছে কয়েক হাজার পুলিশ৷ জানা গিয়েছে, যে শুক্রবার বেলা একটায় শপথ নেবেন মুখ্যমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা৷ শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে উপস্থিত তাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইতিমধ্যেই পৌঁছে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, দেশের বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীর মতো হাইপ্রোফাইল নেতৃত্বের আসার সম্ভাবনা রয়েছে৷ এছাড়াও, আমন্ত্রিতের তালিকায় আছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিরোধী দলনেতা, কংগ্রেস-বাম -বিজেপির রাজ্যস্তরের নেতারা৷ যদিও বিরোধীরা ইতিমধ্যে এই অনুষ্ঠান বয়কট করবে বলেই হুঁশিয়ারি দিয়েছে৷ এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বলিউডের বিগ বি থেকে শাহরুখ খান৷ গোটা টলিউডও সূত্রের খবর, দর্শকাসন থাকবে ২০ হাজার সাধারণ মানুষ৷ যাতে জায়েন্ট স্কিনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে পান তার জন্য শহরের বিভিন্ন জায়গায় লাগানো হবে ছয়টি জায়েন্ট স্কিন৷
2016-05-27