পশ্চিমবঙ্গে নির্বাচনী বিপর্য্যয় নিয়ে জোর আলোচনা সিপিএম রাজ্য কমিটির বৈঠকে

CPIM STATE COMMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ কেরালার প্রত্যাশিত জয় এবং পশ্চিমবঙ্গে অপ্রত্যাশিত হার তড়িঘড়ি রাজ্যে সিপিএম রাজ্য কমিটির বৈঠকে মিলিত হয়েছে৷ স্বাভাবিকভাবেই বৈঠকের মুখ্য বিষয়বস্তু ছিল পশ্চিমবঙ্গের বিপর্য্যয় যেন ত্রিপুরায় প্রভাব ফেলতে না পারে৷ কিছুদিনের মধ্যেই বসবে সিপিএম পলিটব্যুরোর বৈঠক৷ সেখানে বঙ্গে সিপিএম নেতৃত্বরা স্বাভাবিক ভাবেই সমালোচনার মুখোমুখী হতে চলেছেন৷ তবে, পলিটব্যুরোর বৈঠকে বঙ্গে কংগ্রেস সিপিএম জোটের জেরে যে বিপর্য্যয় ঘটেছে তা নিয়ে এখানকার সিপিএম নেতৃত্বের কি বক্তব্য স্পষ্ট করতে হবে পলিটব্যুরোর সদস্য মানিক সরকারকে৷ কেরল লবি বরাবরের মতোই পলিটব্যুরোর বৈঠকে সূর্য্যকান্ত, বিমান বসুদের একহাত নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে৷ ত্রিপুরাও কেরল লবির সাথে একমত ছিল বঙ্গে সিপিএম কংগ্রেসের জোটের বিরোধীতায়৷ স্বাভাবিকভাবে এরাজ্যে পশ্চিমবঙ্গ বিপর্য্যয় নিয়ে কি প্রভাব পড়েছে সেই বিষয়টি পলিটব্যুরোর বৈঠকে বঙ্গ নেতৃত্বদের সমালোচনার তীরে বিদ্ধ করতে সহায়তা করবে মানিক সরকারকে৷
সূত্রের খবর, বৃহস্পতিবার আগরতলায় সিপিএম রাজ্য কমিটির বৈঠকে শুরু থেকেই মূল আলোচ্য বিষয় ছিল পশ্চিমবঙ্গে নির্বাচনে দলের বিপর্য্যয়৷ স্বাভাবিকভাবেই এই বিপর্য্যয় নিয়ে রাজ্যে যাতে প্রভাব না পড়ে সেই বিষয়ে কিছু প্রস্তাবও উত্থাপিত হয়েছেন৷ সম্প্রতি সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের হার মূল্যায়ন করা হবে৷ বিজনবাবু জানিয়েছিলেন, কলকাতায় পার্টি প্লেনাম এবং রাজ্যে বর্ধিত অধিবেশনে দলের লাইন স্থীর করা হয়েছে৷ পশ্চিমবঙ্গে দলের বিপর্য্যয়ের জের আগামীদিনে পরিস্থিতি পুনরুদ্ধারে জনগণের আরো কাছাকাছি কিভাবে পৌঁছানো যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে বলে জানিয়েছিলেন বিজনবাবু৷ সূত্রের খবর, এদিন রাজ্য কমিটির বৈঠকে বিশেষ করে জোর দেওয়া হয়েছে পার্টি প্লেনামের লাইন অনুসরণ করে রাজ্যে সংগঠন আরও মজবুত করে তুলতে হবে৷ যাতে পশ্চিমবঙ্গে দলের বিপর্য্যয়ের প্রভাব কাটানো সম্ভব হয়৷