ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। জয়ের হ্যাটট্রিক ঐকতানের। টানা তিন ম্যাচে জয়ী হওয়ার সুবাদে ঐকতান আপাতত বাকি চার দলকে ছাপিয়ে লীগ তালিকায় শীর্ষে উঠে এসেছে। খেলা ছিল আমবাসা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ লীগ ক্রিকেট টুর্নামেন্ট। দশমীঘাট গ্রাউন্ডে ম্যাচ, ঐকতান ক্লাব বনাম নব দিগন্ত ক্লাবের মধ্যে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ঐকতান ক্লাব প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। ৪৫ ওভারের ম্যাচে ঐকতান ক্লাব ২৮.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজয় দেবনাথের ২১ রান এবং নয়ন সর্মার অপরাজিত ১৭ রান উল্লেখ করার মতো। নব দিগন্ত ক্লাবের শুভঙ্কর দাস চারটি এবং অধিনায়ক রাজেশ পাল তিনটি উইকেট পেয়েছে। এছাড়া রোহন পাল, বিজয় রুদ্র পাল ও আকাশ দেববর্মা পেয়েছে একটি করে উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে নবদিগন্ত ক্লাব অনেকটা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ২৩.৩ ওভার খেলে ৭২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বিজয় রুদ্র পালের ২১ এবং জ্যাম দেববর্মার ১৪ রান ছাড়া অন্যদের কেও এক/দুইয়ের বেশি রান করতে পারেনি। দল অতিরিক্ত পেয়েছিল ২৪ রান। সুজয় দেবনাথ ২১ রানের বিনিময়ে একাই সাতটি উইকেট দখল করে দলের জয় ত্বরান্বিত করে নেয়। সঙ্গত কারণে সুজয়ের হাতেই আসে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব। এছাড়া, নয়ন শর্মা, শুভ্রজিৎ ভৌমিক ও শুভদীপ শর্মা পেয়েছে একটি করে উইকেট।
2023-02-28