কোহিমা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : নাগাল্যান্ডের রাজধানী কোহিমার মাও মার্কেটে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই খবর লেখা পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের সূত্রপাত আজ সোমবার রাজ্য বিধানসভা ভোটের দিন বিকাল প্রায় ৪.০০ নাগাদ। অগ্নিকাণ্ডের ঘটনায় কতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার হিসাব এখনও পাওয়া যায়নি, তবে গোটা বাজার জ্বলে-পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি।
কোহিমার বৃহত্তম বাজার মাও মার্কেট। এই বাজার বেথেল হাসপাতালের কাছে অবস্থিত। পাঁচটি ইঞ্জিন নিয়ে দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে অক্লান্ত পরিশ্রম করছেন।
এদিকে নাগাল্যান্ডের ডিজিপি রূপিন শর্মা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করে স্থানীয় প্ৰশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করছেন তিনি। ডিজিপি জানান, অগ্নিকাণ্ডের ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকানে প্রথমে আগুন লাগে। প্রবল বাতাসের দরুন আগুনের লেলিহান শিখা দ্রুত অন্যান্য দোকানকে গ্রাস করতে থাকে।