ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। উদয়পুরে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে রাজপুত ওয়ারিয়রস। হারিয়েছে উদয়পুর টাইটানসকে। ২৬ রানের ব্যবধানে। খেলা ছিল কেবিআই গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে রাজপুত ওয়ারিয়র প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে টুটন সিং সর্বাধিক ৭৩ এবং অধিনায়ক আকাশ সরকারের ২৬ রান উল্লেখযোগ্য। উদয়পুর টাইটান্স এর শ্রীমান দেবনাথ ২৭ শানে তিন উইকেট পেয়েছে। এছাড়া, আজহারউদ্দিন আহম্মেদ, সাগর দেবনাথ, সম্রাট বিশ্বাস ও আমন হোসেন প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে উদয়পুর টাইটান্স নির্ধারিত ৪০ ওভার শেষ হওয়ার ১০ বল বাকি থাকতে ২৫০ রানে ইনিংস গুটিয়ে নেয়। আজহারউদ্দিন আহমেদ দুর্দান্ত খেলে ৭৯ রান এবং আমন হোসেন ৪৪ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। আফতাব চৌধুরীর ২৩ রান, সুপ্রতিম দেবনাথের ১৮ রান এবং ওপেনার শ্রীমান দেবনাথ ১৫ রান সংগ্রহ করেছিল। রাজপুত ওয়ারিয়র্সের কুমার চৌধুরী, রাহুল সূত্রধর ও সায়ন দাস প্রত্যেকে দুটি করে এবং দীপ দাস ও আশিস ঋষি দাস একটি করে উইকেট পেয়েছে।
2023-02-25