আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী ২ মার্চ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। এই উপলক্ষে আজ শনিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের মিলনায়তনে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে এক সর্বদলীয় সভা আয়োজন করেছিলেন। সভার শুরুতে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করার জন্য ত্রিপুরার মুখ্য সচিব, পুলিশ মহা নির্দেশক, অতিরিক্ত পুলিশ মহা নির্দেশক সহ তিনি রাজ্যের ৮ জেলা সফর এবং বিভিন্ন জেলার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। তিনি জানান, ভোট গণনা পরবর্তীতে যাতে শান্তি বজায় থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কাজে তিনি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন। ২ মার্চ ভোট গণনার দিন নির্বাচন কমিশন ত্রিপুরায় ড্রাই-ডে ঘোষণা করেছে।
এদিন তিনি ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন রাজনৈতিকদলের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী গিত্যে বলেন, ২১টি স্থানে ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের গণনা একযোগে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একটি করে কন্ট্রোলরুম খোলা থাকবে। সেখানে ফোন করে প্রত্যেক রাজনৈতিক দল এবং প্রার্থীরা তাদের সমস্যা সমাধানের সুবিধা পাবেন। তিনি জানান, ৪ থেকে সর্বোচ্চ ৮ রাউন্ড গণনা হবে। সকাল ৮ টায় প্রথমে ব্যালট গণনার মধ্য দিয়ে গণনার কাজ শুরু হবে। সুষ্ঠ গণনা প্রক্রিয়া সম্পাদনের লক্ষ্যে প্রতিটি কাউন্টিং হলে ১ জন করে কাউন্টিং অবজারভার থাকবেন এবং প্রতিটি কাউন্টিং টেবিলে ১ জন করে মাইক্রো অবজারভার থাকবেন। কাউন্টিং এজেন্টদের নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাউন্টিং হলে প্রবেশ করতে হবে, বলেন তিনি।
তিনি সমস্ত রাজনৈতিক দলকে রিটার্নিং অফিসারের কাছে আগামী সোমবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নামের তালিকা জমা দেওয়ার জন্যপরামর্শ দিয়েছেন। ভোট গণনার সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনে কোনরকম সমস্যা তৈরি হলে বিব্রত না হওয়ার জন্য তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। সাথে তিনি যোগ করেন, প্রতি বিধানসভা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে পাঁচটি করে ভিভিপ্যাড গণনা করা হবে। সেই সঙ্গে গণনা প্রক্রিয়া সম্পর্কে সকল প্রার্থীর কাউন্টিং এজেন্টদের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে সচেতন করতেও অনুরোধ করেন। ভোট গণনার পরবর্তী সময়ে রাজ্যে শান্তি বজায় রাখতে সকলের প্রতি আবেদন জানান তিনি।