আমবাসা(ত্রিপুরা), ২৫ ফেব্রুয়ারি(হি. স.) : নির্বাচনী ডামাডোলের মধ্যেও ধলাই জেলা জুড়ে বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে গত দুই দশক ধরে চলতে থাকা মাদকের ব্যবহার ও অবৈধ কারবার রমরমিয়ে চলছে। এমনই একটি ঘটনায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এক মোবাইল চোরকে আটক করে তার পকেট থেকে উদ্ধার হয়েছে তিন কৌটো ব্রাউন সুগার। শনিবার ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা বাজারে স্থানীয় মানুষ ব্রাউন সুগার সহ মোবাইল চোরকে আটক করেছেন।
ঘটনার বিবরণে প্রকাশ, কিছুদিন আগে এক নির্মাণ সংস্থার গাড়ির চালক ময়নামা বাজারে একটি দোকানে খাবার খেতে যান। সেখানে নিজের মোবাইল ভুলে ফেলে চলে আসেন ঐ চালক। কিছুক্ষণ পর তিনি সেখানে ফিরে গেলেও মোবাইলটি খুঁজে পাওয়া যায়নি। মোবাইল হারানোর বিষয়টি তিনি ছৈলেংটা থানায় জানান। কিছুদিন পর স্থানীয় একটি মোবাইল সারাই করার দোকানের সিসি টিভি ফুটেজ থেকে চোরের সন্ধাণ পাওয়া যায়। তাকে চিহ্নিত করা হয়। তার নাম শংকর চাকমা। বাড়ি একই থানাধীন ময়নামার তিলক পাড়া এলাকায়। আজ স্থানীয় মানুষজন তাকে ছৈলেংটা বাজারে আটক করে তল্লাশি চালালে তিন কৌটা ব্রাউন সুগার এবং একটি সিরিঞ্জ উদ্ধার হয় তার পকেট থেকে। পরে তাকে ছৈলেংটা থানার হাতে তুলে দেন স্থানীয় মানুষ।