ত্রিপুরায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আবেদন তৃণমূল রাজ্য সভাপতির

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): গত ৩০ বছরে সিপিএম ও বিজেপির রাজত্বে ত্রিপুরায় বহু মানুষের রক্ত ঝড়েছে। আগামী ২ মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সন্ত্রাসের পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সকলের কাছে আবেদন শান্তি শৃঙ্খলা  বজায় রাখুন। আজ শনিবার সাংবাদিক সম্মেলনে সমস্ত রাজনৈতিক দলের কাছে এই আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি বরিষ্ঠ আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস।

তাঁর মতে, এবারের নির্বাচনে কোনো ধরণের সন্ত্রাস ভোটারদের বাড়িতে আটকে রাখতে পারেনি। তাতেই বোঝা গেছে, ত্রিপুরার মানুষ গণতন্ত্রপ্রিয় এবং শান্তি ও উন্নতি চাইছেন। এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ত্রিপুরায় নির্বাচনোত্তর পরিস্থিতি অনভিপ্রেত এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসের বিক্ষিপ্ত ঘটনা লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন, অগ্নিসংযোগ, ভাঙ্গচুর, হত্যার ঘটনায় ত্রিপুরার নাম সারা দেশে কলঙ্কিত হচ্ছে।তাঁর দাবি, রাজনৈতিক দলগুলি নিজেদের দায়িত্ব পালনে অতি সক্রিয় না হলে সন্ত্রাস থামানো অসম্ভব হবে।

তাঁর আবেদন, ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের আনন্দ নিরানন্দে পরিণত না হয়, সে দিকে সকলকে মানসিক ভাবে প্রস্তুত থাকাতে হবে। সাথে তিনি যোগ করেন, গত ৩০ বছরে ত্রিপুরায় সিপিএম ও বিজেপির রাজত্বে বহু রক্ত ঝড়েছে। ২ মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সন্ত্রাসের পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সকলের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *