ভাটিন্ডা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): বাথিন্দা দেহাত থেকে আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক অমিত রতন কোটফাট্টাকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল ভিজিল্যান্স ব্যুরো । ভিজিল্যান্সের একটি দল তাঁকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে। সম্প্রতি বিধায়কের ঘনিষ্ঠ রিশাম গর্গকেও ৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ভিজিল্যান্স দল তাঁকে হাতেনাতে ধরেছিল।
বাথিন্দা গ্রামীণ থেকে আপ বিধায়ক অমিত রত্তন কোটফাট্টাকে পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরো গ্রেফতার করার পর তাঁকে ভাটিন্ডার একটি সরকারি হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয়। বৃহস্পতিবার সকালে ভিজিল্যান্স দফতর সূত্রের খবর, ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় ওই আপ বিধায়ককে।