বেলাকোবা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : পাচারের পথে জাতীয় সড়ক থেকে বুধবার পঞ্চাশ লক্ষ টাকার বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত করল বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম একলাম ইসলাম।
জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে মান্তাদারি বিটের ফরেস্ট অফিসার পাঞ্চালি রায় ও বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা জলপাইগুড়ি-শিলিগুড়ি ৩১ ডি জাতীয় সড়কে একটি অভিযান চালায়। রাজগঞ্জ ব্লকের সারিয়াম যশোদা হাইস্কুল সংলগ্ন জাতীয় সড়কে বনকর্মীদের দেখে কাঠবোঝাই কন্টেনারটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রায় দুই কিলোমিটার পিছু ধাওয়া করে রাজগঞ্জ ব্লকের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের টোল প্লাজার কাছে সেটিকে আটক করেন বনকর্মীরা। কাঠের কোনও বৈধ নথি না থাকায় গ্রেপ্তার করা হয় চালককে। কাঠবোঝাই কন্টেনারটি বেলাকোবা রেঞ্জের মান্তাদারি বিটে নিয়ে আসা হয়। জেরায় ধৃত জানিয়েছে গুয়াহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, বাজেয়াপ্ত কাঠের পরিমাণ ৭০০ সিএফটি যার বাজারমূল্য ৫০ লক্ষ টাকা। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।