কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিলোনিয়া সফর করলেন বিজেপির প্রদেশ সভাপতি  

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলীয় নেতা কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে বিজেপির প্রদেশ সভাপতি সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ গত দু-তিনদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকা সফর করেছেন৷ আগামী ২রা মার্চ ভোট গণনা পর্বে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানালন৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিজেপি প্রদেশ সভাপতির উপস্থিতিতে দক্ষিণ পিলাক জেলা বিজেপি কার্যালয়  বিলোনীয়া অটল ভবনে অনুষ্ঠিত হয় জেলানেতৃত্ব ও কার্যকর্তাদেরকে নিয়ে নির্বাচনী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন বিলোনিয়া এবং ঋষ্যমূখ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দ্বীপায়ন চৌধুরী, গৌতম সরকার, বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস সহ বরিষ্ঠ কার্যকর্তারা৷ নির্বাচনী ফলাফলের প্রাকমুহূর্তে দলের জয় নিয়ে নিশ্চিত ধারণা সহ  আগাম অভিনন্দন জ্ঞাপন করার জন্য সকল কার্যকর্তাদের সাথে সরাসরি মতবিনিময় করেন তারা৷ পাশাপাশি-বিরোধী দলের কোনপ্রকার প্ররোচনায় পা না দিয়ে-আইনগত উপায়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য কড়া বার্তা দেন বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য৷
পরবর্তী সময়ে সিপিআইএম দুষৃকতীদের দ্বারা আক্রান্ত বিজেপি কার্যকর্তা দেবজিত দাস এবং গোপাল ভৌমিকদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ দল তাদের পাশে রয়েছে বলে জানান৷সাংবাদিকের মুখোমুখি হয়ে  কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মনের নিশ্চিত পরাজয় হবে বলে তিনি উল্লেখ করেন৷    সুদীপ রায় বর্মনের শিষ্টাচার এবং রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ কর করেন  বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *