সাও পাওলো, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : সপ্তাহজুড়ে ব্যাপক বৃষ্টির জেরে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যের উপকূলীয় শহরগুলোতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাও পাওলো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় আড়াই হাজার মানুষ এখনও ঘরছাড়া রয়েছেন। সাও সেবাস্তিয়াও শহরে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে নিয়ে শহরটি পরিদর্শন করেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।