কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন বেহালার এক তরুণ। অবশেষে তাঁর মৃতদেহ মিলল উলুবেড়িয়ার খাল থেকে। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। জানা গিয়েছে, বেহালার সেনহাটি কলোনির বাসিন্দা ১৯ বছরের হার্দিক দাস গত ১৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হন। কিন্তু তারপর সময় কেটে গেলেও বাড়ি আর ফেরেননি হার্দিক। দীর্ঘ অপেক্ষা করার পর হার্দিকের বাবা শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। করেন ছেলে অপহরণের অভিযোগ।
পুলিশি তল্লাশি চলাকালীন হঠাৎই উলুবেরিয়া থানা থেকে খবর পাওয়া যায়, একটি মৃতদেহ উদ্ধার হয়েছে হাওড়ার হীরাপুর-কাঁটাখালি গ্রামের কাছে একটি ইটভাটা লাগোয়া খাল থেকে। সাথে সাথেই যোগাযোগ করা হয় হার্দিক দাসের বাবার সাথে এবং তিনি মৃতদেহ দেখে ছেলের দেহ বলে সনাক্ত করেছেন। এখন যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে তা হল- হার্দিক দাস বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল? কিভাবে তিনি বেহালা থেকে পৌঁছে গেলেন উলুবেড়িয়া খালের ধারে? ইতিমধ্যেই হার্দিক দাসের মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।