আইজলে ২৫ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত, আটক মহিলা এবং এক মায়ানমারের নাগরিক

আইজল, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : আইজলে ২৫ লক্ষ টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করেছেন আসাম রাইফেলস-এর জওয়ানরা। এর সঙ্গে এক মহিলা এবং এক মায়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

২৩ সেক্টর আসাম রাইফেলস-এর আইজল ব্যাটালিয়ন মিজোরামের কুলিকাউন এলাকায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ টাকার বেশি মূল্যের ৫১.৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এর সঙ্গে এক মিজো মহিলা এবং এক মায়ানমারের ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এর আগে ২০ ফেব্রুয়ারি ২৩ সেক্টর আসাম রাইফেলস-এর সের্চিপ ব্যাটালিয়ন মিজোরামের চামফাই জেলার রাউন্টলাং গ্রামে ২,৯০,২০,০০০ টাকা মূল্যের ৫৮০.৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *