কিয়েভে আচমকাই সফর জো বাইডেনের, বৈঠক করলেন জেলেনস্কির সঙ্গে

কিয়েভ, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের কিয়েভে আচমকাই সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার বাইডেন বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। কিয়েভ সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, রুশ বাহিনী অবশ্যই হারবে। পুতিন ও তার দলবলের বিচার হবে। ইউক্রেন প্রয়োজনীয় সব অস্ত্র পাবে। কোনও আপস নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফর ”সমস্ত ইউক্রেনীয়দের সমর্থনের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ”। কিয়েভে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, নতুন সামরিক বাহিনী পাবে ইউক্রেন এবং মঙ্গলবার ৫০০ মিলিয়ন ডলারের নতুন সামরিক এবং সহায়তা প্যাকেজ পাবে ঘোষণা করা হবে।