ওয়াশিংটন, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, আমেরিকার আকাশে চীনা গুপ্তচর বেলুন সন্দেহে তিনটি উড়ন্ত বস্তুকে গুলি করে নামানোর জন্য তিনি ক্ষমা চাইবেন না। জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনও সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তবে, এই বস্তুগুলি, চীনা গুপ্তচর বেলুন নয় বলেও জানিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন, চিনের সঙ্গে কোনও ঠান্ডা যুদ্ধে যেতে চায় না আমেরিকা। প্রয়োজনে আলোচনায় প্রস্তুত।
বৃহস্পতিবার (আমেরিকার সময় অনুযায়ী) বেলুনকাণ্ড নিয়ে মুখ খুলে জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, আমেরিকার আকাশে চিনা ‘গুপ্তচর’ বেলুন নষ্ট করার পর আরও যে বেলুনগুলি নজরে এসেছিল তা চিনের বা অন্য কোনও দেশের ছিল বলে এখনও তাঁর দেশের গোয়েন্দা সংস্থাগুলি কোনও তথ্য দেয়নি। তবে আমেরিকার আকাশকে রক্ষা করতে তিনি সব রকমের ব্যবস্থা নিতে অঙ্গীকারবদ্ধ। তিনি যোগ করেন, ‘‘আমেরিকার আকাশে এই ধরনের সন্দেহজনক বেলুনের সংখ্যা হঠাৎ করে বেড়েছে বলে কোনও প্রমাণ নেই। তবে চিনা বেলুনের দেখা মেলার পর থেকে আমেরিকা আরও বেশি সতর্ক হয়েছে।’’