আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স) : প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রাথী হিমানী দেবর্বমা। বিজেপি ওই কেন্দ্রে পুণরায় ভোটের দাবি জানিয়েছে।
হিমানী বলেন, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের ভোট দানের বাধা দিয়েছে দুষ্কৃতকারীরা। তিনি আরও অভিযোগ করেন, জনগনকে ভোট না দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বিজেপি পার্টি অফিস এবং থানায় যোগাযোগ করছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে পুনরায় ভোট গ্রহণের জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন।
প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট দানে বাধা দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটানিং অফিসার কী পদক্ষেপ নিয়েছেন তা-ও জানতে চেয়েছেন বিজেপি প্রার্থী হিমানী।