আপডেট…ত্রিপুরা বিধানসভা নির্বাচন : বেলা ৩-টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৯৬ শতাংশ

সবচেয়ে বেশি কমলপুর এবং সবচেয়ে কম ভোট পড়েছে বাগবাসা আসন

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বেলা ৩-টা পর্যন্ত ভোট পড়ছে ৬৯.৯৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে কমলপুর এবং সবচেয়ে কম বাগবাসা আসনে।
রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ২৮ লক্ষ ১৪ হাজার ৫৮৪ জন ভোটারের মধ্যে ১৪ লক্ষ ৪৬ হাজার ৮৯১ জন ইতিমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ সকাল সাতটা থেকে ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভা নিৰ্বাচনের ভোটদান প্রক্রিয়া শুরু হয়৷ সকাল থেকেই ভোটগ্রহণের গতি বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে তরুণ এবং বৃদ্ধ, সৰ্বস্তরের ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছেছেন৷
অন্যদিকে, মিজোরামের ব্রু শরণার্থীরা ত্রিপুরায় পুনর্বাসিত হওয়ার পর এবার রাজ্যে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ধলাই জেলার অন্তর্গত ডুম্বুর লেকের ভোটাররা তাঁদের ভোট দিতে নৌকায় চড়ে আসেন। ইতিমধ্যে হাতে ভোটার-আইডি কার্ড নিয়ে নৌকার মাঝি সহ হাস্যোজ্জ্বল তরুণ ভোটারদের ভোট দিয়ে বাড়ি ফেরার ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেজায় ট্রেন্ড করছে।
প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতি নির্বাচনে ভোটাররা উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২৩ বিধানসভা নির্বাচনও তার ব্যতিক্রম নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *