গুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা, নাগাল্যান্ড সীমান্তবর্তী কারবি আংলঙে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের মাদকদ্রব্য মরফিন। মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক-বিরোধী সফল অভিযানে পুলিশ প্রশাসনকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ মঙ্গলবার সকালে গৃহ দফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে ‘একসিলেন্ট কাজ’-এর জন্য রাজ্য পুলিশকে কুর্নিশ জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, ১৩ ফেব্রুয়ারি রাতে কারবি আংলঙের ডিলাই তিনিআলি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি চার চাকার গাড়ির গোপন চেম্বার থেকে এক (১) কিলোগগ্রাম মরফিন বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে প্রতিবেশী রাজ্যের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।