করিমগঞ্জ (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে চুড়াইবাড়িতে আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দিয়েছে অসমের করিমগঞ্জ জেলা প্রশাসন। বিশেষ কোনও কাজ ছাড়া ত্রিপুরায় কেউ প্রবেশ করতে পারবেন না ভিন রাজ্যের বাসিন্দা। এছাড়া জরুরিকালীন পরিষাবা বা বিশেষ বিশেষ কারণে যাতায়াতে শিথিলতা দিয়ে রেখেছে জেলা প্রশাসন। জানিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া।
আজ সোমবার থেকে সিল করে দেওয়া হয়েছে চুড়াইবাড়ির আন্তঃরাজ্য সীমান্ত। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ। আগামী ১৬ ফেব্রুয়ারি প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে বহিঃরাজ্য থেকে উপদ্রব সৃষ্টিকারী কেউ প্রবেশ করে কোনও ধরনের শান্তি-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না করতে পারে তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।