নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ রাজধানীর প্যালেস কমপাউন্ড এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন ৮ নং টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে ঝড় তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল গুলি৷ বিশেষ করে শাসক দল বিজেপি ভোট প্রচারে বিশেষ গুরুত্ব দিয়েছে৷ ভোট প্রচারের অন্তিম লগ্ণে ৮ নং টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার রাজধানীর প্যালেস কমপাউন্ড এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন৷ সাথে ছিলেন দলের কর্মী সমর্থকরা৷ বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন গণদেবতাদের সাথে৷ গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন তিনি৷ এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান মানুষ বিজেপিকে ভোট প্রদান করবে৷ ভোট চাওয়ার আগেই মানুষ বিজেপিকে ভোট দেবে বলে জানিয়ে দিচ্ছে৷ শুধুমাত্র সমতলে নয় পাহাড়ে যে ১৫ টি আসনে বিজেপি লড়াই করছে সেই গুলিতেও বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে জানান তিনি৷
তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন রবিবার সন্ধ্যায় আগরতলায় নির্দল প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখার বিষয়ে কোন ধরনের মন্তব্য করতে চান না মুখ্যমন্ত্রী৷ তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজধানীর আগরতলা আর শহরে রামনগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থীর সমর্থনে মঞ্চে ওঠে বক্তব্য রাখার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন তারা এখন বিভ্রান্ত৷ কখন কোথায় গেলে কি লাভ হবে তা তারা ভেবে পাচ্ছে না৷ এসব বিষয় নিয়ে বিজেপি দল চিন্তা করে না৷ মুখ্যমন্ত্রী বলেন জনজাতিদের উন্নয়ন একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দলই করতে পারে৷ সেই চিন্তাভাবনা নিয়েই দল কাজ করছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন বিজেপি দল এবং সরকার মানুষের কল্যাণের কথা চিন্তা করেই কাজ করে৷ আগামী দিনেও এ ধরনের মানসিকতাই অব্যাহত থাকবে৷ সাংবাদিকদের প্রশ্ণের জবাবে মুখ্যমন্ত্রী বলেন এবারের নির্বাচনে আরো অধিক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা জয়ী হয়ে রাজ্য সরকার গঠন করবেন৷