কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বাংলার ক্রিকেট দলের অধিনায়ক মনোজ তিওয়ারি ও কোচ লক্ষ্মীরতন শুক্লকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার তিনি মনোজ ও লক্ষ্মীকে শুভেচ্ছা জানিয়েছেন বলে সূত্রের খবর ৷ একই সঙ্গে তাঁদের ফাইনালে বাংলার জন্য আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ৷
রবিবারই শেষ হয়েছে বাংলা ও মধ্যপ্রদেশের মধ্যে রঞ্জি সেমিফাইনাল ৷ মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলা ৷ তিন বছর পর আবার ঘরোয়া ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে খেলবেন মনোজরা ৷ প্রতিপক্ষ সৌরাষ্ট্র ৷ এই সৌরাষ্ট্রের বিরুদ্ধেই গতবার হেরে গিয়েছিল বাংলা ৷ তাই এবারের ফাইনাল ক্রীড়া অনুরাগীদের মধ্যে উদ্দীপনা চরমে ৷ তার উপর এবার ফাইনাল ম্যাচ হবে ইডেনে ৷ তাই বাংলার ভালো পারফরম্যান্সের দিকে তাকিয়ে সবাই ৷
প্রসঙ্গত, আগামী ১৬ ফেব্রুয়ারি ইডেনে শুরু হচ্ছে রঞ্জি ফাইনাল ৷ এদিকে এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সিএবিতে ৷ বাংলা দু’বার রঞ্জি জিতেছে ৷

