ঘরের মাঠে জম্মু-কাশ্মীরের কাছে পর্যুদস্ত ত্রিপুরা, আজ সময়ের অপেক্ষায়

ত্রিপুরা-‌১৫৬ & ১৬৭

জম্মু-কাশ্মীর-‌২৭৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। এখন শুধু সময়ের অপেক্ষায়। পরাজয় দিয়েই মরশুম শেষ করতে চলেছে ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে আগামীকাল সকালে মধ্যান্নভোজের আগেই মরশুমের তৃতীয় জয় পেয়ে যাবে সফররত জম্মু-‌কাশ্মীর। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজ, সোমবার তৃতীয় দিনের খেলা শেষে সফররত জম্মু-‌কাশ্মীর দলের জয়ের জন্য দরকার মাত্র  ৪৮ রানের। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটার্সদের ব্যর্থতায় ত্রিপুরা খাদের কিনারে। ব্যাতিক্রম ওপেনার বিক্রম কুমার দাস। দুর্ভাগ্য বিক্রমের। প্রথম ইনিংসে ১৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হয়েছেন। প্রথম দিনের ৪ উইকেটে ১০৩ রান নিয়ে খেলতে নেম সন্দীপ সরকারের দুরন্ত বোলিংয়ে ২৭৬ রান গুটিয়ে যায় সফররত জম্মু-‌কাশ্মীর। দলের পক্ষে কাওয়াল প্রীত সিং ১২৫ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৮, দলনায়ক কানাইয়া ওয়াধাওয়ান ১০৩ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫৭, ধ্রুব শর্মা ৭৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৩, ওয়ার হুসেন ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩, ওয়াশিম বাসির ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ত্রিপুরার পক্ষে সন্দীপ সরকার (‌৫/‌৫৯) এবং তাপস মন্ডল (‌২/‌৩০) সফল বোলার। ১৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ত্রিপুরা ৪৮.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রান করতে সক্ষম হয়। ওপেনিং জুটিতে বিক্রম কুমার দাস এবং পল্লব দাস ৬১ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার স্বপ্ন দেখাতে থাকেন। কিন্তু দলের পরের সারির ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় মাত্র ১৬৭ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে কার্যত একাই লড়াই করেন বিক্রম কুমার দাস। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে ৭ নম্বের আউট হয়েছেন বিক্রম। আউট হওয়ার আগে ১০৬ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৯৪ রান করেন। এছাড়া পল্লব দাস ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪, তাপস মন্ডল ৪৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ (‌অপ:‌) এবং সন্দীপ সরকার ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। জম্মু-‌কাশ্মীরের পক্ষে তাইজিম ইউনিস তাক (‌৫/‌৬৩), প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বিশাল কুমার‌ (‌৩/‌৩৩) এবং আর্য ঠাকুর (‌২/‌৩) সফল বোলার। ‌