কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারীর বাড়ি ঘেরাওয়ের হুমকির সমালোচনা করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার কলকাতায় দিলীপবাবু সাংবাদিকদের বলেন, ’’তৃণমূল দেউলিয়া। কাজ নেই। টাকা নেই। চাকরি নেই। ওরা বিভ্রান্ত। কিছু একটা করে প্রচারের আলোয় থাকা। এখানে রোজ খুন হয়। এফ আই আর পর্যন্ত হয়না। তারা দাবি করুক তদন্ত। তার বদলে মন্ত্রীর বাড়ি ঘেরাও? এটা ওদের পতনের ইঙ্গিত।’’
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার কোচবিহারের জনসভায় সাফ জানান, “যে প্রেম কুমার বর্মনকে মেরেছে, তার মাথায় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার হাতই থাকুক, শেষ দেখে ছাড়ব। এক থেকে দু’মাসের মধ্যে যে গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে রাখতে হবে, যেন বেরোতে না পারে’। এর পর ত্রিপুরা যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরের বাইরে অভিষেক ফের নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করার ডাক দেন। ১৯ ফেব্রুয়ারি বাড়ি ঘেরাও হবে বলে জানিয়েছেন তিনি।

