ফের গোষ্ঠী কোন্দল বাসন্তীতেস তৃণমূলের প্রধানের বিরুদ্ধেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ

বাসন্তী, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : তৃণমূলের পঞ্চায়েত প্রধান শঙ্কর সর্দারের বিরুদ্ধেই একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার পানিখালি মোড়ে। কলতলা চুনাখালি রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মীরা।

এলাকার মানুষের দাবি, দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে প্রধান নেই। সম্প্রতি জেলাশাসকের নির্দেশে প্রধানের অবর্তমানে উপ প্রধান শঙ্কর সর্দার দায়িত্ব সামলাবেন। কিন্তু সেই দায়িত্ব পেয়েই পঞ্চায়েতে দুর্নীতি শুরু করেছেন তিনি, এই অভিযোগ তুলে এদিন সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মীরা। এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে সব প্রান্তেই। কিন্তু নিজে প্রধানের চেয়ারে বসেই এলাকার পানীয় জলের সমস্যার সমাধান না করে সরকারি টাকায় নিজের বাড়িতে টিউবওয়েল বসিয়েছেন শঙ্কর। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে শুরু করে ১০০ দিনের কাজের টাকা তছরুপের অভিযোগ উঠেছে শঙ্করের বিরুদ্ধে। আর সেই অভিযোগেই এদিন সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কর্মীরা। এরফলে আরও একবার তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ প্রকাশ্যে চলে এলো বাসন্তীতে।