আঙ্কারা ও ইস্তানবুল, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৮৩ জনের। দুই দেশে আহতের সংখ্যা ৬৪ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন অথবা চাপা পড়ে রয়েছেন, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা আহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত সোমবারের ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১২,৩৯১-তে পৌঁছেছে ও আহত হয়েছেন ৬২,৯১৪ জন। সিরিয়ায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯৯২ জনের ও আহত হয়েছেন ৫,১০৮ জন। তুরস্কে ভেঙে পড়েছে অসংখ্য বহুতল। সেই সমস্ত বহুতলের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।