ডালখোলা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): জেলায় জেলায় অব্যাহত মতুয়াদের বিক্ষোভ সমাবেশ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মতুয়া সম্প্ৰদায়ের ধর্মগুরুর নাম বিকৃত করার অভিযোগ তুলে মঙ্গলবার উত্তর দিনাজপুরের ডালখোলায় বিক্ষোভ দেখাল মতুয়ারা । এদিন ডালখোলার হাটবাড়ি লক্ষ্মী মন্দির থেকে মতুয়া সম্প্রদায়ের শতাধিক মহিলা-পুরুষ মিছিলে অংশ নেন।
এদিন হাটবাড়ি থেকে মিছিল শুরু হয়ে ডালখোলা শহর পরিক্রমা করে। বেশ কিছু সময় ডালখোলা থানার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় বেশ কিছু বিক্ষোভকারীকে। যদিও বিক্ষোভকারীরা থানার সামনে আসতেই থানার মূল দরজা বন্ধ করে দেওয়া হয়।
সর্বভারতীয় মতুয়া মহাসভার সম্পাদক ড. বাবুলাল বালা জানান, ৩১ জানুয়ারি মালদার গাজোলে অনুষ্ঠিত হওয়া প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী মতুয়া সম্প্ৰদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে অপমান করেছেন। এরই প্রতিবাদে এদিনের বিক্ষোভ সমাবেশ।