কমলসাগরে আক্রান্ত পাঁচ বিজেপি কর্মী, অভিযোগের তীর সিপিএমের দিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ বুধবার সকালে কমলাসাগর বিধানসভা এলাকায় রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপে পাঁচ জন বিজেপি কর্মী আহত হয়েছেন৷ অভিযোগের তীর সিপিএমের দিকে৷ অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ সিপিএমের হামলায় আক্রান্ত ৫ বিজেপির কর্মী৷ ঘটনার বিবরনে জানা যায় বিজেপির প্রার্থী অন্তরা দেব সরকার বুধবার বিকালে কমলাসাগর পঞ্চায়েতে  যান৷ সেখানকার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি পরিচিত হন৷ সেই ঘটনার জের ধরে বুধবার সকালে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ৷ সিপিআইএম কর্মীরা বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন সেখান থেকে তুলে ফেলে দেয় বলে অভিযোগ৷ কেন ফ্ল্যাগ ফেস্টুন ফেলে দিচ্ছে জিজ্ঞাসা করতেই সিপিএম কর্মীরা দা লোহার রড ও  লাঠি দিয়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালায়৷ পরবর্তী সময়  আহতদের  এলাকার জনগণ মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যান৷  আহত হয় সমরেশ সরকার, বিশ্বজিৎ দাস, টুটন দেবনাথ, কিরণ সরকার,আকাশ মল্লিক৷ তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ পরবর্তী আহত সময়ে বিজেপি কর্মীরা মধুপুর থানায় ৯ জনের নামে লিখিতভাবে মামলা করেন৷ তাদের অভিযোগ এক ব্যক্তির গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে যায় সিপিএম কর্মীরা৷ কমলাসাগর এলাকায়  বর্তমানে রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ যে কোন সময় বড় ধরনের হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *