নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোলাইবাড়ী মোটরষ্টেন্ডে সি পি আই এম এর উদ্দ্যোগে এক মিছিল ও প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত করা হয়৷ আগামী ১৬ ই ফেব্রেয়ারী ত্রিপুরায় অনুষ্ঠীত হবে বিধানসভা নির্বাচন৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্রকরে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমাকরারপর থেকে নির্বাচনে জয়ের লক্ষ্যে শুরু করেছে বিভিন্ন দলীয় কর্মসূচী৷ এরইমধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে সি পি আই এম মনোনিত প্রার্থী দেবেন্দ্র ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করারলক্ষ্যে বুধবার জোলাইবাড়ী মোটরষ্টেন্ডে অনুষ্ঠীত করা হয় এক প্রকাশ্য জনসভা৷ জনসভা শুরুর পূর্বে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সি পি আই এম কর্মী সমর্থকদের নিয়ে জোলাইবাড়ী বাজারে এক মিছিল সংগঠীত করাহয়৷ মিছিল শেষে সকলে প্রকাশ্য জনসভায় মিলিত হয়৷ আজকের এই জনসভায় প্রধান বক্তাহিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ প্রধান বক্তার পাশাপাশি আজকের এই সভায় উপস্থিত ছিলেন নারায়ন কর, বিধায়ক যশবীর ত্রিপুরা, বাসুদেব মজুমদার, প্রার্থী দেবেন্দ্র ত্রিপুরা, সি পি আই এম এর শান্তির বাজার মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য আশুতোষ দেবনাথ সহ সি পি আই এম এর অন্যান্য নেতৃত্ববৃন্দরা৷ আজকের এই জনসভায় বক্তব্যরাখতেগিয়ে বক্তার বিগত দিনের রাজ্যসরকারের বিভিন্নকাজের তিব্র সমালোচনাকরেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনার বক্তব্যের মাধ্যমে জানান বর্তমান সময়েদারিয়ে লোকজন অন্যায়ের প্রতিবাদ করতেপারেনা৷ তিনি জানান সংবাদমাধ্যম সঠিকভাবে প্রতিবাদ করতে পারেননা৷ যদি কোনো সংবাদমাধ্যম প্রতিবাদ করে তাহলে তা বন্ধকরে দেওয়াহয়৷ আর যদি যদি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশকরাহয় সেই সংবাদপত্র বিক্রির ক্ষেত্রে হকারদের বাধা দেওয়া হয়৷ হকারা যদি সংবাদপত্র বিক্রিকরে সেই সংবাদপত্র যদি কোনো গ্রাহক ক্রয় করে সেই গ্রাহকের উপর আক্রমন করাহয় বলে অভিযোগ৷ জনসভায় বক্ত্যব্য রাখতে গিয়ে বক্তারা জানান বিজেপি পরিচালিত বিগত দিনে সি পি আই এম সরকার থানা নির্মিত অফিস কক্ষগুলি রং করে পুরানো অফিস কক্ষগুলি উদ্ভোধন করেছে৷ তাই রাজ্যের উন্নয়নে ও বিজেপির অপশাসন থেকে মুক্তি পেতে আসন্ন বিধানসভা নির্বাচনে সি পি আই এম মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহববান জানান৷ সি পি আই এম কর্তীক আয়োজিত আজকের এই মিছিল ও জনসভায় সি পি আই এম কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়৷
2023-02-01