সাংবাদিকদের বিনোদন কল্পে গঠিত জে.আর.সি’র আনুষ্ঠানিক দারোদ্ঘাটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। পূজার্চনা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির মধ্য দিয়ে দারোদ্ঘাটন হলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের। আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দান কমপ্লেক্সে জে.আর.সি’র স্থায়ী অফিস ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ, বুধবার বেলা একটায় দারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ প্রত্যেকেই সাংবাদিকদের বিনোদন কল্পে গত দু-তিন বছর ধরে জে.আর.সি’র ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন। রাজ্যের অন্যতম ক্রীড়া সংগঠক এবং বিশিষ্ট ব্যবসায়ী রতন সাহা ওনার বক্তৃতায় সাংবাদিকদের এ ধরনের উদ্যোগের সাধুবাদ জানান। সাংবাদিকদের বিনোদন কল্পে গঠনমূলক কর্মকান্ডে আখেরে রাজ্যের এবং দেশের ক্রীড়ার মানোন্নয়ন ঘটছে বলে তিনি জে.আর.সি’র আরও শ্রীবৃদ্ধি কামনা করেছেন। আগরতলা প্রেসক্লাবের সভাপতি তথা সংবাদ জগতের পুরোধা ব্যক্তিত্ব সুবল কুমার দে ওনার ভাষণেও সাংবাদিকদের বিনোদনে সততা এবং নিষ্ঠার মধ্য দিয়ে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও আশীর্বাদের পাশাপাশি প্রয়োজনীয় সু-পরামর্শের আশ্বাস দেন। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক এবং টিএফএ’র সভাপতি প্রণব সরকার, সাংবাদিকদের বিনোদন কল্পে গঠিত জে.আর.সি সামাজিক দৃষ্টিকোণ থেকেও অগ্রণী ভূমিকা পালন করছে বলে ক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা সহ বিভিন্নভাবে সহযোগিতারও আশ্বাস ব্যক্ত করেন। সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি তথা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী জে.আর.সি’র উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রত্যেকের সুপরামর্শকে পাথেয় করে ক্লাবে আগামী দিনেও সাংবাদিকদের বিনোদন মূলক ও সামাজিক কর্মকান্ড জারি রাখা হবে বলে জে.আর.সি’র সচিব অভিষেক দে এবং সভাপতি সুপ্রভাত দেবনাথ সংশ্লিষ্ট সকলকে এবং ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান ও আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *