বর্ধমান, ১ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ থানার আওতাধীন গোপালপুর এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত মিহির রায় (৫০) তার মোপেডে চড়ে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দেয়। পুলিশ গাড়ির চালককে আটক করেছে এবং আরও তদন্ত চলছে।
দুর্ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তিনি জিটি রোড পার হওয়ার সময় মোপেড রাস্তার মাঝখানে এলে আচমকা একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। ধাক্কায় প্রায় ১৫ ফুট উঁচু উঠে ছিটকে পড়েন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি আসানসোল দক্ষিণ থানা এলাকার নরসমুদা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।