আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

দুবাই, ২৯ সেপ্টেম্বর (হি.স) : আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ জিতলে প্লে অফের দিকে আরও খানিকটা এগিয়ে যাবে বিরাট কোহলির দল। অন্যদিকে আজ না জিতলে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর লড়াই থেকে অনেকটাই পিছিয়ে যাবে সঞ্জু স্যামসনের রাজস্থান। ফলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

আইপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবেন বিরাট কোহলি। তাতে তাঁদের লিগ তালিকার অবস্থানে কোনও হেরফের ঘটবে না। তবে প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে বাকিদের থেকে অনেকটা এগিয়ে যাবে আরসিবি। অন্যদিকে ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্টে দাঁড়িয়ে থাকা রাজস্থান রয়্যালসকে শেষ চারে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে। আজ জিতলে নেট রান রেটের প্রেক্ষিতে মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে আসবেন সঞ্জু স্যামসনরা।
আইপিএলে এখনও পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর। ১০ বার জিতেছে রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলের প্রথম পর্বে দুই দলের মধ্যে যে মোকাবিলা হয়েছিল তাতে দাপট দেখিয়েছিল আরসিবি।

আরসিবি-র সম্ভাব্য একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, কেএস ভরত (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, শাহবাজ আহমদ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কাইল জেমিয়েসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

রাজস্থান রয়্যালস-র সম্ভাব্য একাদশ : এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোন, মহীপাল লমরর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাট, মুস্তাফিজুর রহমান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *