চন্ডীগড়, ২৫ সেপ্টেম্বর (হি.স.): রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্জাবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। শনিবার দুপুরে রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করার পর এমনটাই জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। চন্ডীগড়ের রাজভবনে রবিবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ শপথ নেবেন চান্নি মন্ত্রিসভার সদস্যরা। চরণজিৎ সিং চান্নি জানিয়েছেন, রবিবার বিকেলে রাজভবনে পঞ্জাব মন্ত্রিসভার সম্প্রসারণ হবে।
ইতিমধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চরণজিৎ সিং চান্নি, উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুখজিন্দর রানধাওয়া এবং ও পি সোনি। রবিবার শপথ নেবেন মোট ১৫ জন মন্ত্রী। শোনা যাচ্ছে, অমরিন্দর সিং মন্ত্রিসভার ৫ জন সদস্য আর মন্ত্রী থাকছেন না। মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন নতুন ৭ জন, সেই ৭ জন হলেন সম্ভবত-রাজকুমার ভেরকা, সঙ্গত সিং গিলজিয়ান, অমরিন্দর সিং রাজা ওয়াররিং, রাণা গুরজিৎ, গুরকিরত কোটলী, কুলজিৎ নাগরা ও পরগত সিং।

