শাস্তির সর্বোচ্চ মেয়াদ জেলে কাটিয়েছেন, এবার মুক্তি চেয়ে আদালতে সুদীপ্ত সেন

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স) : ইডি-র দায়ের করা মামলায় শাস্তির সর্বোচ্চ মেয়াদ এর মধ্যেই জেলে কাটিয়ে দিয়েছেন। এবার তাঁকে মুক্তি দেওয়া হোক। ইডি-র বিশেষ আদালতের দ্বারস্থ হলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। উল্লেখ্য, তিনি ২০১৩ সালের অক্টোবর নাগাদ গ্রেফতার হন। সেই থেকে তিনি জেলে।

সুদীপ্ত সেন জানিয়েছেন, চিটফান্ড কাণ্ডে তাঁর বিরুদ্ধে মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। পিএমএলএ আইনের চার নম্বর ধারায় দায়ের হয়েছে মামলা। সেই ধারায় কারও সর্বোচ্চ সাজা হয় সাত বছর। এদিকে সুদীপ্ত সেন এর মধ্যেই সাত বছর ১১ মাস জেলে রয়েছে। তাই এবার মুক্তি চেয়ে আবেদন করলেন।


সারদা কর্তা আরও জানান, গ্রেফতার হওয়ার পরপরই জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু বন্ডের ৩০ হাজার টাকা তাঁর কাছে ছিল না। ফলে তখন দিতে পারেননি। এবার আদালতে তাঁর আবেদন, সেই অর্থ মুকুব করে তাকে মুক্তি দেওয়া হোক। সুদীপ্ত সেনের আবেদনটি গ্রহণ করেছে আদালত। ৪ অক্টোবর মামলার শুনানি।

২০২০ সালের ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি চিঠি লিখেছিলেন তিনি। জানিয়েছিলেন, কোন কোন রাজনীতিক তাঁর থেকে কত কোটি টাকা নিয়েছেন। সেই তালিকায় নাম ছিল শুভেন্দু অধিকারী, মুকুল রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি, সিপিএম-র প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *