Four notorious thieves were caugh : জনগনের তৎপরতায় চুড়াইবাড়িতে ধরা পড়ল চার কুখ্যাত চোর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ সেপ্ঢেম্বর৷৷ শনিবার চুরাইবাড়ি থানা এলাকার পূর্ব হুরুয়া এলাকরার জনগনের তৎপরতায় ধরা পড়ল চার কুখ্যাত চোর৷ আটক চার কুখ্যাত চোরকে এলাকার জনগন চুরাইবাড়ি থানার হাতে তুলে দেয়৷ ঘটনার বিবরনে প্রকাশ, উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব হরুয়া গ্রামে দীর্ঘ দিন যাবত চোরের উপদ্রপ বৃদ্বি পেয়েছে৷ পূর্ব হুরুয়া গ্রামটি প্রত্যান্ত এলাকা৷ প্রত্যান্ত এলাকা হবার ফলে নৈশ কালিন পুলিশি টহলদারিও নেই৷ পুলিশি টহলদারি না থাকার সূযোগকে কাজে লাগিয়ে চোরের দল এই গ্রামে প্রায় সময় হানা দিয়ে গৃহস্তের বাড়ি থেকে নানা জিনিষ যেমন চুরি করে নিয়ে যাচ্ছে তেমনি মূল্যবান আগর গাছও চুরি করে নিয়ে যায়৷

চোরের দলের উপদ্রপে গ্রামের জনগন অতিষ্ট হয়ে গ্রাম বাসী নিজেরা নৈশ কালিন পাহারা দিতে শুরু করেন৷শনিবার গভীর রাতে গ্রামের জনগন পাহার দেবার সময় সন্দেহ জনক দুইটি বাইক আটক করে৷ পাহারা রত গ্রামবাসীরা বাইক চালকদের গতি রোধ করার সময় বাইকে থাকা একব্যাক্তি পালিয়ে যায়৷ বাকী চার জনকে আটক করে তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছে চুরি করার যন্তপাতি উদ্বার করে৷ আটক চার কুখ্যাত চোরকে এলাকার জনগন চুরাইবাড়ি থানার হাতে তুলে দেয়৷ধৃত কুখ্যাত চোর হল আকবর আলি পিতা আকদ্দস আলী,কামাল হুসেন পিতা মতছির আলী ,সহিদ উদ্দিন৷ তিনজনের বাড়ি চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ী এলাকায়৷ধৃত অপর চোর জসিম উদ্দিন পিতা আব্দুল সালামের বাড়ি ইছাই লালছড়া এলাকায়৷চুরাইবাড়ি থানার পুলিশ চোরের দলের বাইক দুইটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে৷ পাশাপাশি একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ৷সাথে ধৃত চার কুখ্যাত চোরকে জেলা আদালতে সোপর্দ করেছে পুলিশ৷ এদিকে পূর্ব হুরুয়া এলাকার জনগন দাবি জানিয়েছে,তাদের এলাকাতে অবিলম্বে নৈশ কালিন পুলিশি টহলদারির ব্যাবস্তা গ্রহন করুক সানীয় পুলিশ প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *