Infected more 62 : রাজ্যে আক্রান্ত আরও ৬২ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ গত ২৪ ঘন্টায় নতুন করে ৫,৩৪৪ জনের নমুনা পরিক্ষা করে ৬২ জনের সংক্রামন শনাক্ত হয়৷ মৃত্যু হয় নি কারোর৷ পশ্চিম জেলা করোনা নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৭ জন, সিপাহীজলা জেলায় ৩ জন, খোয়াই জেলায় ২ জন, গোমতী জেলায় ১ জন, দক্ষিণ জেলায় ৭ জন, ধলাই জেলায় ৪ জন, ঊনকোটি জেলায় ১ জন এবং উত্তর জেলায় ৭ জন৷ সক্রিয় রোগীর সংখ্যা ৭৫৬ জন৷পজিটিভিটি হার বর্তমানে রয়েছে ১.১৬ শতাংশ৷ মৃত্যুর হার ০.৯৬ শতাংশ৷ সুস্থতার হার ৯৮.১২ শতাংশ৷ তবে উদ্বেগের বিষয় হয়ে উঠছে সংক্রমণ নিয়ে মানুষের অসচেতন মনোভাব৷ চলতি মাসে শুরু হচ্ছে পুজোর মরশুম৷

বাজারে বাড়ছে ভিড়৷ প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো সচেতন মূলক অভিযান৷ বেলাগাম ভাবে ঘোরাঘুরি করছে একাংশ আপামর জনগণ৷ কোভিড বিধি মানছে না৷ এমনকি ক্রেতা-বিক্রেতার কেউই মাস্ক সঠিকভাবে পরিধান করছে না৷ শহরে সন্ধ্যার পর থেকে চলছে মদের আসর৷ সদর মহকুমা প্রশাসনের কুম্ভ নিদ্রায় সংক্রমণে ঢেউ আবারও আছড়ে পড়তে পারে রাজ্যে৷ ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দেশবাসীকে পুজোর মরশুমের জন্য সতর্কবার্তা জারি করেছে৷ এবং বাড়িতে থেকে পূজার মরশুম উপভোগ করার জন্য বলা হলেও কে শুনে কার কথা৷ বেলাগাম ভাবে চলছে একাংশ আপামর জনগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *