IPFT letter to the Chief Minister : আরও একটি মন্ত্রীর পদের দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ রাজ্য মন্ত্রিসভায় আরও একটি মন্ত্রীর পদের দাবী জানাল বিজেপির জোট শরিক আইপিএফটি৷ শরিক দলের রাজ্য সভাপতি তথা মন্ত্রী এনসি দেববর্মা এবং সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন৷

চিঠিতে আইপিএফটির তরফ থেকে বলা হয়েছে, রাজ্য মন্ত্রিসভায় মোট বার জন থাকার কথা৷ নতুন করে তিনজন মন্ত্রী হওয়ায় সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে এগার৷ আরও একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুূক্ত করা যেতে পারে৷ তাই আইপিএফটি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে তাদের দলের একজনকে মন্ত্রী করার দাবী জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *