গ্রাজ, ১০ জুন : অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
বৃটেনের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী একজন ছাত্র ছিল এবং সে নিজের জীবনও শেষ করে। তার মরদেহ স্কুলের ওয়াশরুমে পাওয়া যায় বলে অস্ট্রিয়ান রাষ্ট্রায়ত্ত মিডিয়া জানিয়েছে।
গ্রাজের বরগ ড্রেয়ারশুটসেনগাসে হাইস্কুলে এই ঘটনাটি ঘটে। শহরের মেয়র এলকে কাহর এটিকে “একটি ভয়াবহ ট্র্যাজেডি” বলে উল্লেখ করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে স্কুল চত্বরে গুলির শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে একটি বড় ধরনের অভিযান শুরু করা হয়। আহতদের মধ্যে শিক্ষক ও ছাত্রছাত্রীরাও রয়েছেন।
একজন পুলিশ মুখপাত্র মিডিয়া-কে বলেন, “এখন আর জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই, তবে বহু প্রাণহানি ঘটেছে।” স্কুল এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং পুরো ভবন তল্লাশি চালানো হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ গাড়ি দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরেকটি ভিডিওতে পুলিশ ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়।
ক্রোনে পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এক শিক্ষিকার স্বামী জানিয়েছেন, তার স্ত্রী শ্রেণিকক্ষে ছাত্রদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছিলেন এবং গুলির শব্দ শুনতে পেয়েছেন।
যেসব শিক্ষার্থী প্রাণে রক্ষা পেয়েছে, তাদের অভিভাবকদের দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এই মর্মান্তিক ঘটনা গ্রাজ শহরের আগের একটি গুলির ঘটনার দশম বার্ষিকীর ঠিক আগে ঘটল। ২০১৫ সালের ২০ জুনের সেই হামলায় তিনজন নিহত হয়েছিলেন।