দিল্লি : দ্বারকা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড; ৯তলা থেকে ঝাঁপ দিয়ে পিতা ও দুই শিশুর মৃত্যু

নয়াদিল্লি, ১০ জুন : মঙ্গলবার সকালে দিল্লির দ্বারকা সেক্টর-১৩ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে বাঁচার মরিয়া চেষ্টায় ৯তলা থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি ও তার দুই ১০ বছর বয়সী সন্তান। দুঃখজনকভাবে, তিনজনই প্রাণ হারান। এমআরভি স্কুলের কাছে ঘটনাটি ঘটেছে শপথ সোসাইটিতে। সকাল ৯:৫৮ নাগাদ ভবনের ৮ ও ৯তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের আতঙ্কে আবাসনে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তবে অধিকাংশ বাসিন্দাকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

কিন্তু, ওই পরিবারটি আতঙ্কে ৯তলা থেকে ঝাঁপ দিলে স্থানীয় বাসিন্দারা তাদের বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি। দমকল বিভাগের আটটি ইঞ্জিন ও একটি স্কাইলিফট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং সকল বাসিন্দাকে আবাসন থেকে বের করে আনা হয়।

জানা গেছে, মৃত দুই শিশু—এক ছেলে ও এক মেয়ে, দু’জনেরই বয়স ১০ বছর। তাদের আকাশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের বাবা ৩৫ বছর বয়সী যশ যাদব আইজিআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। যাদবের স্ত্রী ও বড় ছেলে এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং বর্তমানে আইজিআই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের তোলা ভিডিওতে দেখা যায়, জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসছে ঘন ধোঁয়া ও আগুনের শিখা। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পরবর্তী দুর্ঘটনা এড়াতে ভবনের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) ও দিল্লি পৌরসংস্থা (এমসিডি)কে ভবনের গঠনগত স্থায়িত্ব যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে দিল্লি হাটে শর্ট সার্কিট থেকে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে প্রায় ৩০টি দোকান পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *