প্রথম লীগে শীর্ষ স্থান দখলের লড়াইয়ে আজ ইউ:‌ ফ্রেন্ডস-‌স্ফুলিঙ্গ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। প্রথম লিগে কোন্ দল থাকবে শীর্ষে, তা নির্ধারন হবে আগামীকাল। গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে আসরের দুই শক্তিশালী দল ইউনাটেড ফ্রেন্ডস এবং স্ফুলিঙ্গ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে হবে ম্যাচটি। দুদলই আসরে ৪ ম্যাচ খেলে জয়ের ধারা অব্যহত রেখেছে। দুদলই মঙ্গলবার হালকা অনুশীলন সেরে নেয়। শক্তির বিচারে আজ স্ফুলিঙ্গ থেকে কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবে ইউনাটেড ফ্রেন্ডস। দুদলের মধ্যে আজ পার্থক্য গড়ে দিতে পারেন দীপক ক্ষৈত্রী। রঞ্জি ট্রফিতে তেমন কোনও পারফরম্যান্স করতে না পারলেও ইউনাটেড ফ্রেন্ডসের অলরাউন্ডার দীপক ক্ষৈত্রী আসরের প্রতি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করে আসছে ব্যাট এবং বল হাতে। ইতিমধ্যে দুটি শতরান এবং একটি অর্ধশতরান করে সর্বোচ্চ রানের দৌড়ে শীর্ষে রয়েছেন। পাশাপাশি বল হাতেও প্রতি ম্যাচেই বিপক্ষের উইকেট তুলে নিচ্ছেন। এছাড়া ফ্যাক্টর হতে পারেন মারকুটে ব্যাটসম্যান উদীয়ান বসু। প্রতি ম্যাচেই ঝড়ো রান করছেন উদীয়ন। ওই দুজন যদি গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ছন্দে থাকেন সাহলে সমস্যায় পড়তে হবে স্ফুলিঙ্গকে। তবে বিক্রম দাস, চিরঞ্জীৎ পাল-‌রাও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। নজর থাকবে মারকুটে ব্যাটসম্যান মণিশঙ্কর মুড়াসিং এর দিকেও। ফলে লড়াই জমবে তা বলাবাহুল্য। এদিকে আজ অপর দুটি ম্যাচও হবে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে কসমোপলিটন ক্লাব খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে এবং মেলাঘরের শহীদ কাজল ময়দানে সংহতি খেলবে জে সি সি-‌র বিরুদ্ধে। এখন পর্যন্ত কসমোপলিটন ক্লাব জয়ের মুখ দেখতে পারেনি। প্রথম লিগের শেষ ম্যাচে আজ কী জয় পাবে কসমোপলিটন, তা সময়ই বলবে। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *