আগরতলা, ২৮ ফেব্রুয়ারি(হি.স.): তিথি মেনে আগামী ৭ মার্চ রঙের উত্সবে মাতোয়ারা হবে গোটা দেশ। কিন্তু, ত্রিপুরায় ২ মার্চ রঙ খেলায় মেতে উঠবে গোটা রাজ্য। কারণ, ওইদিন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। বাজারে লাল আবিরের সাথে এখন গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে উঠেছে। মূলত, সোমবার বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই গেরুয়া আবিরের চাহিদা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে।
বসন্তকালে গোটা দেশ জুড়ে পালিত হয় রঙের উৎসব হোলি। তিথি অনুযায়ী আগামী ৭ মার্চ হোলি উৎসব উদযাপিত হবে। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের ছোট পার্বতী রাজ্য ত্রিপুরাতে এবার রঙের উৎসব হোলি অনেক আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে। সোমবার রাতে বুথ ফেরত সমীক্ষায় ত্রিপুরায় বিজেপির জয় নিশ্চিত দাবি করার পর থেকে সারা রাজ্যে কর্মী সর্মথকদের বাজি পুড়ানো লক্ষ্য করা গেছে। স্বাভাবিকভাবেই আগামী ২ মার্চ রঙ খেলায় মেতে উঠবে নির্বাচনের জয়ী প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকরা। ফলে বাজার গুলিতে রঙের চাহিদা অন্যান্য বছরের তুলনায় এ বছর একটু বেশি। তাতে ব্যবসায়ীদের মধ্যেও ব্যস্ততা এখন তুঙ্গে রয়েছে। ইতিমধ্যেই বাজারে ব্যবসায়ীরা রঙ সাজিয়ে বসে গিয়েছেন।
মহারাজগঞ্জ বাজারের জনৈক রং ব্যবসায়ী বলেন, এবছর গেরুয়া ও লাল আবিরের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেড়ে গেছে। বাজারে রঙের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে গেরুয়া আবিরের। সোমবারে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশের আগে বাজারে লাল রঙের চাহিদা বেশি ছিল বলে জানিয়েছেন তিনি। তবে ব্যবসায়ীরা সব রকম আবিরের পর্যাপ্ত পরিমাণে মজুত রেখেছেন বলে দাবি তাঁর।