নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ঊনকোটি জেলার ৫২ চন্ডিপুর ও ৫৩ কৈলাশহরের আগামী ২রা মার্চ ভোট গণনাকে সামনে রেখে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য আগাম সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷৷রাজ্যের অন্যান্য স্থানের মত কোনো কটি জেলার কৈলাশহরেও ভোট গণনা পর্ব অবাধ শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে নিয়ে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের উদ্যোগে কৈলাসহরের বিভিন্ন স্থানে মঙ্গলবার থেকে রোডমার্চ শুরু হয়েছে৷ জেলাশাসক বিশাল কুমার এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান দোসরা মার্চ রাজ্যের অন্যান্য স্থানের মত উনকোটি জেলাতেও বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে জেলা প্রশাসন এবং আরক্ষা প্রশাসন নির্বাচন দপ্তরের নির্দেশ অনুসারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে৷ বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রার্থী এবং নেতাদের নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে শান্তি বৈঠক সংঘটিত করা হয়েছে৷ ভোট গ্রহণ পরপর অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হওয়ার পর গণনা পর্ব ও পরবর্তী সময় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জেলাশাসক জানিয়েছেন৷
2023-02-28